সারা দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (৪ মার্চ) মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মুখোশ’ সিনেমা। মুক্তির প্রথমদিন পরিচালক ইফতেখার শুভকে সঙ্গে নিয়ে সিনেমা হল পরিদর্শনে যান ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি, রোশানসহ মুখোশ সিনেমার টিম। তারা প্রথমে হাজির হন শুক্রবার মধুমিতা সিনেমা হলে।

শুক্রবার মধুমিতা সিনেমা হলের দর্শকের কাছ থেকে মুখোশ কেমন লাগছে পরীমনি জানতে চান, দর্শক বলে ওঠে ‘ভালো লাগছে এই রকম আরও সিনেমা চাই’। মুক্তির দিন তারা বেশ কয়েকটি হলে যান, এমনকি দর্শকের সঙ্গে বসে তারা সিনেমা দেখেন।

মধুমিতা থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার শো শুরুর আগে পুরান ঢাকার চিত্রামহলে যায় মুখোশ টিম। সেখানে পুরো টিমকে দেখতে পেয়ে চিত্রামহলে উপচে পড়ে দর্শক। এমন ভিড় হবে চিত্রামহলে চিন্তা করতে পারেননি মুখোশের টিম।

সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় দেখে পরীমনি বলেন, আমাদের ছবিটি আপনারা দেখতে এসেছেন। আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবে আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকুন, সিনেমার উন্নয়নে সাথী হন। সিনেমাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবকে দেখতে বলবেন।

পরিচালক ইফতেখার শুভ বলেন, মধুমিতা হলে দর্শকের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছি আমরা। সবাই আমাদের সঙ্গে ছবি তুলেছেন। সেখান থেকে সুন্দরভাবে বের হলেও আমরা চিত্রমহলে গিয়ে দর্শকের ভিড় দেখে ভয় পেয়ে গেছিলাম। এমন ভয়াবহ সমস্যার সম্মুখীন হব, আগে বুঝিনি। তবে হল কর্তৃপক্ষ ও আমাদের স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা মানবপ্রাচীর তৈরি আমাদের বের করে দেন।

‘মুখোশ’ ছবিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এ্যালিনা শাম্মী, প্রাণ রায়, ফারুক হোসেন প্রমুখ।

 

 

কলমকথা/ বিথী