বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর ৪৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৭৪ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি। অভিনয়ে হাতেখড়ি তেলুগু ছবির মধ্য দিয়ে। ১৯৯২ সালে ‘বিশ্বাত্মা’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু।
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছিলেন এই অভিনেত্রী। এদিকে, ১৯৯২ সালে ‘গীত’ সিনেমার সেট থেকে এক সাক্ষাৎকারে দিব্যা ভারতী অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতার কথা জানান। সেখানে দিব্যা বলেন, ‘এক সমাবেশে গিয়েছিলাম।
আমার বাবা অমিতাভ বচ্চনকে জানতেন, ‘ওই হ্যালো, হাই’। তাই বাবা আমাকে (তার সঙ্গে) পরিচয় করিয়ে দেন। তিনি আমাকে দেখে হাতজোড় করেন। ফিরে আসার আগে আমি হাত মেলাই। সঙ্গে সঙ্গে মা বলে ওঠেন, ‘ছুঁয়ো না।
উনি হাত মিলিয়েছেন। আগামী ১০ দিন হাত ধুয়ো না।’ কাকতালীয়ভাবে, আমাকে আমার হাত ধুতে হয়েছিল, তাই ধুয়েছি।’ এরপরই দিব্যা বলেন, ‘এখন যখন কেউ হাত নাড়ায়, শুধু বোকা বানানোর জন্য আমি বলি, দ্যাখো, আমার সঙ্গে হাত মিলিয়েছ, গিয়ে হাত ধুয়ে ফেলো না। নিজের হাতে চুম্বন করো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।