ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হয়েছে। এতে ৪৪ জনের বেশি মানুষ মারা গেছেন। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণের জন্য ১ হাজার কোটি রুপি চেয়েছেন।
এদিকে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ, মহেশ বাবু, জুনিয়র এনটিআর সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। এক টুইটে এই ঘোষণা দেন তিনি।
টুইটে আল্লু অর্জুন লিখেন—‘সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দুর্দশা আমাকে ব্যথিত করেছে। ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ ৬৯ হাজার ১২৯ টাকা) অনুদান দিচ্ছি।’
আল্লুর পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। আগামী ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।