রণবীর সিংয়ের ড্রেসিং সেন্স বিটাউনে বেশ চর্চিত। পোশাকের যে ‘লিঙ্গভেদাভেদ’হয় তা তিনি খুব একটা বিশ্বাস করেন না। মাঝেমধ্যেই লং স্কার্টেও দেখা যায় তাকে। অথবা সমাজের ঠিক করে দেওয়া তথাকথিত নারীদের রং যেমন গোলাপি, লাল, বেগুনি পোশাকেও নিজেকে সাজান রণবীর।
এবার রণবীরের পথেই নাকি হাঁটছেন বলিউড ডিবা দীপিকা পাড়ুকোন। নেটপাড়ায় হচ্ছে এমন চর্চা। ট্রোল্ড হলেন দীপিকা পাড়ুকোন। তার এয়ারপোর্ট লুক দেখে হতবাক ভক্তরাও।
তার এয়ারপোর্ট লুক দেখে অনেকে মন্তব্য করেছে যে, রণবীর সিং কি দীপিকার জামা ডিজাইন করে দিয়েছে নাকি শনিবার (৫ মার্চ) সকালে শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ের জন্য স্পেনের উদ্দেশ্যে মুম্বাই এয়ারপোর্ট থেকে উড়াল দেন এই নায়িকা। আর সে সময়ে দীপিকাকে মুম্বাই এয়ারপোর্টে লেন্সবন্দি করে পাপারাজ্জিরা।
দীপিকার এয়ারপোর্ট লুক এমনিতে বেশ চর্চিত, কিন্ত এই দিন তিনি ‘লালে লাল’। লাল সোয়েটার, সঙ্গে লাল লেদার প্যান্ট, মাথায় লাল টুপি, পায়ের আবার হিলতোলা গোলাপি জুতা। হাইনেক সোয়েটারের সঙ্গে গোলাপি হিলে অভিনেত্রীকে দেখে তাজ্জব হয়ে যান তার ভক্তরাও।
দীপিকার এয়ারপোর্টের লুকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছডিয়ে পড়তেই কমেন্ট ভেসে আসে, ‘রণবীর সিংই এর জন্য দায়ী। ওর সঙ্গে থেকেই থেকেই দীপিকা ফ্যাশন ভুলে গিয়েছেন’। এখানেই শেষ নয়। আর এক নেটিজেন লেখেন, ‘দেখে মনে হয় দীপিকার সব কাপড়-জামা বুঝি দীপিকাই ডিজাইন করেন।’ যদিও অনেকেও আবার দীপিকার এই পরীক্ষামূলক লুক বেশ পছন্দই করেছেন।
দীপিকা ভক্তদের অভিযোগ স্বামীর সঙ্গে থেকে থেকে নাকি ফ্যাশানিস্তা দীপিকাও ফ্যাশন ভুলেছেন। যদিও দীপিকা বা রণবীর এই ট্রোলিংকে পাত্তা দিতে একেবারেই নারাজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।