ভারতের দক্ষিণের সুপারস্টার রাম চরণের পরিবার হায়দরাবাদের ধনীদের মধ্যে অন্যতম। অভিনয়ের বাইরে এই নায়ক নিজেও একজন সফল ব্যবসায়ী। রাম চরণ তেলুগু সিনেমার অন্যতম নায়ক চিরঞ্জীবির পুত্র। বাবার পথ অনুসরণ করে ২০০৭ সালে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়ক। তার জনপ্রিয়তা এতোটাই যে, মাত্র ৩৬ বছর বয়সেই বাবাকেও ছাপিয়ে গেছেন। অভিনয়ের বাইরে রাম চরণের একাধিক আয়ের উৎস রয়েছে। তিনি একজন সফল উদ্যোক্তা। একটি বিমান সংস্থায় অংশীদার রয়েছে তার।

এই অভিনেতার একটি পোলো ক্লাবও রয়েছে। জানা যায়, হায়দরাবাদের টার্বো মেঘা এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি বিমান সংস্থার চেয়ারম্যান রাম চরণ। একটি টেলিভিশন চ্যানেলের বোর্ড অব ডিরেক্টরের সদস্যও ‘মাগাধীরা’-র এই নায়ক।

হায়দরাবাদ পোলো ক্লাবের মালিকও তিনি, আবার নিজের একটি দলও রয়েছে। সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক ছাড়াও একাধিক ব্যবসা থেকে মোটা অংকের টাকা আয় করেন রাম চরণ। এভাবেই তিনি বর্তমানে ১,৩০০ কোটি টাকার মালিক।

বি / সুলতানা