অকাল প্রয়াত তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন ছিল শুক্রবার (২১ জানুয়ারি)। বিশেষ এ দিনটিতে সুশান্তকে স্মরণ করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এ দিন সুশান্তের পরিবার ও ভক্তদের পাশাপাশি রিয়াও অভিনেতার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পুরনো একটি জিম ভিডিও, যেখানে সুশান্ত ও তাকে একসঙ্গে দেখা যাচ্ছে এমন একটি পোস্ট করেছেন রিয়া।
ক্যাপশনে রিয়া লিখেছেন, ‘তোমাকে খুব মিস করি’। ব্যাকগ্রাউন্ডে জুড়েছেন পিঙ্ক ফ্লয়েডের ‘উইশ ইউ ওয়্যার হিয়ার’ গানটি। ইনস্টাগ্রামের স্টোরিতেও তার ও সুশান্তের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন রিয়া। সেখানে শুধুই লাল হৃদয়ের একটি ইমোজি দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে আলাদা করে কিছু লেখেননি।
সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কাঠগড়ায় তোলা হয়েছিল নানা ইস্যুতে। সিবিআই সুশান্তের মৃত্যু মামলার দায়িত্ব পাওয়ার পর একাধিকবার রিয়াকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়ার পরিবারের সদস্য ও সুশান্তের বাড়ির কয়েকজন কর্মীকেও।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।