রবি ঠাকুরের বাড়ির মেয়ে বলে কথা! যতই পতৌদির নবাব বংশের বউ হোন আর স্থায়ী বসবাস হোক হিন্দিভাষী মুলুকে, বাংলা কি তার জীবন থেকে সহজে হারাতে পারে? আর তাই আজও রেগে গেলে মাতৃভাষা বাংলাকেই হাতিয়ার করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অন্দর মহলের এই গোপন তথ্য ফাঁস করেছেন তারই কন্যা, অভিনেত্রী সোহা আলি খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা জানিয়েছেন, ছেলে সাইফের সাথে ঝগড়া বাধলেই শর্মিলা নিমেষে বাঙালি মা! রাগ থেকে অভিমানের সব হিসেবনিকেশ মেটান খাঁটি বাংলায়। সোহা বলেন, কে বলে বাংলা মিষ্টি ভাষা!

আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। দাদা সাইফের সাথে বাংলায় তুমুল ঝগড়া করেন মা। আর মিটমাট করাতে আসরে নামতে হবে আমাকে। পতৌদি বংশের নবাব, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করে পাকাপাকি ভাবে মুম্বাইয়ের বাসিন্দা হন ঠাকুরবাড়ির বংশধর শর্মিলা।

বি/ সুলতানা