বলিউডের ঠোঁটকাঁটা অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন বিতর্কিত বিষয় এবং তারকাদের খোঁচা মেরে কথা বলে নিজেকে ‘বিতর্কের রানী’ বানিয়েছেন এই নায়িকা। এবার বলিউডের অন্যতম আলোচিত তারকা শাহিদ কাপুরের সম্পর্কে মন্তব্য করে আলোচনায় কঙ্গনা।

পরিচালক বিশাল ভরদ্বাজের ‘রাঙন’ সিনেমায় বেশ মাখামাখি দৃশ্যে অভিনয় করেন শাহিদ-কঙ্গনা। সেখানে গাঢ় চুম্বন দৃশ্যে শুটিং করতে হয় তাদের। তবে শাহিদের সঙ্গে চুমু খাওয়ার দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা একদম ‘জঘন্য’ ছিল বলে জানিয়েছেন নায়িকা। কঙ্গনা বলেন, চুমু খাওয়ার সময় শাহিদের বিশাল গোঁফ খুব বিরক্তিকর ছিল।

তার মধ্যে ও জানিয়েছিল ওর সর্দি হয়েছে। আসলে এই রোম্যান্টিক দৃশ্য এভাবে করাই উচিত নয়। একটা মানুষকে সেভাবে চিনি না। অথচ তাকে চুম্বন করা! এ হয় না। অন্যদিকে কঙ্গনার এই জবাবের প্রেক্ষিতে শাহিদ সংবাদমাধ্যমকে বলেন, ওই দৃশ্য সম্পর্কে আমার কিছুই মনে নেই। কিছুই না। কিছু ছবি থাকে যা শুধু কাজের জন্যই করা। মনে থাকে না। তবে কঙ্গনার মাথায় যা ঘোরে, ও যা বলে তার অর্ধেক মনগড়া। সকলেই জানেন। এ নিয়ে কিছু বলার নেই আমার।

 

কলমকথা/সাথী