বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আসছে ২৮ জানুয়ারি। বরাবরের মতো এবারও নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের সঙ্গে লড়বেন ইলিয়াস কঞ্চন-নিপুণ। এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। তবে তিনি দেশের বাইরে থাকার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না। দেশের বাইরে থাকায় ভোট প্রয়োগ করতে পারছেন না শাকিব। অন্যদিকে, চিত্রনায়িকা পরীমণি ও একা এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না। মাদক মামলায় এই দুই নায়িকার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।