প্রায় এক যুগ ধরে সিনেমার পর্দায় অনুজ্জ্বল নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পারিবারিক জীবন নিয়েও ছিলেন ঝামেলায়। এবার ভক্তদের সঙ্গে দূরত্ব ঘোচাতে ইউটিউব চ্যানেল চালু করেছেন এ নায়িকা। সেখানে তার জীবনের ডায়েরিও আপ করবেন বলে জানিয়েছিলেন। সুযোগ-সময় পেলেই লাইভে এসে ভক্ত-অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছিলেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন শাবনূর। আধা ঘণ্টার বেশি সময় ধরে ভক্তদের সঙ্গে আড্ডা দেন। এ সময় শাবনূরকে এক ভক্ত প্রশ্ন করেন, আপনি আবার সিনেমায় কাজ করবেন কি না, করলেও বাণিজ্যিক নাকি বিকল্প ধারার সিনেমায় কাজ করবেন? জবাবে শাবনূর বলেন, ‘যদি আমি মনে করি, ভালো সিনেমা হবে, আমার মতো করে গল্প কেউ বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারাই আমাকে বেশি ভালবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারা লিখেও অনেক সময় সেটা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করব।

আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করব। যদি ভাল গল্প পাই, অবশ্যই আমি কাজ করব।’ আবেগী কণ্ঠে শাবনূর বলেন, ‘আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। তো এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই।’