হলিউড তারকা রিচার্ড গিয়ারের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেখানে প্রকাশ্যে শিল্পাকে জড়িয়ে চুমু দেন রিচার্ড। এ ঘটনায় অশ্লীলতার অভিযোগ এনে রাজস্থান এবং গাজিয়াবাদে তিনটি মামলা মামলা হয়েছিল দুই তারকার বিরুদ্ধে। ২০০৭ সালে করা সেই মামলা থেকে এবার রেহাই পেলেন ‘বাজীগর’খ্যাত নায়িকা।
আদালতের রায়ে বলা হয়েছে, শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগে দোষী প্রমাণ করা যায়নি। তার বিরুদ্ধে আনীত অভিযোগটি ভিত্তিহীন। মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকী চহ্বান জানান, ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছিলেন শিল্পা। সেই ব্যাখ্যা, পুলিশের তদন্ত রিপোর্ট এবং যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে জানা যায়- এই ঘটনায় শিল্পার কোনও ভূমিকা ছিল না। এর পরেই সব অভিযোগ থেকে এই অভিনেত্রীকে মুক্তি দেওয়া হয়েছে।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।