পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এখনও কারাগারে। এর মধ্যেই ডান্স রিয়েলিটি শোতে দেখা মিলল অভিনেত্রীর। তবে প্রথম দিনেই অনুষ্ঠান চলাকালীন কেঁদে ফেলেন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পর্নোকাণ্ডে স্বামীর গ্রেফতার হওয়ার পর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা। গত বুধবার ফের কাজে যোগ দিলেন তিনি। ডান্স রিয়েলিটি শো’র অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পা। কোনো রকম নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই বলিতারকা। শিল্পা বলেন, এখনও ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে।
নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তার অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। তিনি বলেন, রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়। তার এই বক্তব্য শুনে নেটিজেনদের ভাষ্য, বর্তমানে পরিস্থিতি নীরিখের বিচারে কোথাও গিয়ে রানির জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।