ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নানাবিধ চরিত্রে অভিনয়ের কারণে দেশেই নয়, ভারতেও ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত। পশ্চিমবঙ্গের অনেক দর্শক নিশোর নাটক নিয়মিত দেখেন।

রূপসা চ্যাটার্জি তেমনই এক ভক্তের নাম। তিনি নিশোর নাম পর্যন্ত নিজের হাতে ট্যাটু করেছিলেন। নিশোর সেই ভক্ত আর নেই। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মারা গেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন রূপসার স্বামী অজয় কুমার চ্যাটার্জি।

বিশেষ এই ভক্তের মৃত্যুর খবরে শোকাহত আফরান নিশো। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘কিছু সংবাদ দুঃখের৷ বাংলাদেশে আসলে অবশ্যই দেখা হতো। কিন্তু ভাগ্যের কাছে হেরে যেতে হলো ক্যান্সারে আক্রান্ত আমার এক পাগল ভক্তের৷ ওপারে ভালো থাকবেন।’

কলকাতায় আফরান নিশোর ভক্তদের অনেক দিনের ইচ্ছা ছিল প্রিয় তারকার সঙ্গে দেখা করার। কিন্তু কলকাতায় সেভাবে যাওয়া হয় না এই অভিনেতার। তাই গত বছরের ৮ ডিসেম্বর নিজের জন্মদিনে সেখানকার ভক্তদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন।

ওই সময় রূপসা বলেছিলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কিনা জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে- সবখানেই নিশোকে দেখি।’

 

কলমকথা/সাথী