বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্রাবন্তী চ্যাটার্জির। কখনো প্রেম-বিয়ে-বিচ্ছেদ, কখনো বা নানা মুহূর্তের ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এই টলিউড অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্থিরচিত্র নিয়ে তোপের মুখে পড়েছেন এই নায়িকা। প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি বেজি বা নেউল ধরে আছেন শ্রাবন্তী। বেজির শাবকটির গলায় বেল্ট পরানো। বেল্টে যুক্ত রয়েছে বেশ ভারী একটি শিকল। বেজির শাবকের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন শ্রাবন্তী।

ক্যাপশনে লিখেছেন—‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’ এ ছবি দেখেই চটেছেন নেটিজেনরা। বিশাল নামে একজন লিখেছেন, ‘বেড়ি বেঁধে বলতেছো প্রাণী ভালোবাসো?’ আরেকজন লিখেন, ‘এইটুকু একটা বাচ্চার গলায় এত বড় শিকল; ঠিক বুঝতে পারছি না।

আবার হ্যাশট্যাগে লাভ অ্যানিমেলস? ওয়াও! দারুণ নাটক।’ কান্নার ইমোজি দিয়ে একজন লিখেন, ‘এইভাবে গলায় শিকল পরিয়ে বন্ধুত্ব?’ আরেকজন লিখেন, ‘বন্ধুও বলছো আবার গলায় শিকলও পরিয়ে রেখেছো?’ এমন অসংখ্য কটাক্ষা ভরা মন্তব্যে ভরে আছে শ্রাবন্তীর ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। নেটিজেনদের তোপের মুখে পড়লেও এ বিষয়ে মুখ খুলেননি শ্রাবন্তী চ্যাটার্জি।

কলমকথা/সাথী