সাবলীল অভিনয় ও রূপের জাদুতে দক্ষিণী ছবির অন্যতম সুন্দরী ও জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান লাখো দর্শকের মন জয় করেছেন। তবে ফ্যাশন স্টাইলের কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, মাঝে সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সেই সময় ভিন্ন কিছু করতে চেয়েছিলেন।
গোথিক ফ্যাশনের দিকে ঝুঁকেছিলেন নায়িকা। কিন্তু অনেকেই সেটিকে ঠিকমতো নিতে পারেননি। শ্রুতির ভাষ্য, ‘সিনেমা থেকে বিরতি নেওয়ার পর লন্ডনে থেকে গান ও গল্প লেখায় মনোযোগ দিয়েছিলাম। আবারও সেটিই করতে চাই। কিন্তু কিছু মানুষ সেটি বুঝতে পারেনি। তারা বলতো আমাকে রক্তচোষা, পেতনির মতো লাগছে।’
তবে এমন কটাক্ষে মোটেও ভেঙে পড়েননি শ্রুতি। তিনি বলেন, ‘আমি মনে মনে বলতাম, আপনাদের যা ইচ্ছা বলতে থাকুন। আপনারা আমাকে পেতনি বলতে পারেন, কিন্তু এটিই আমার কাছে নান্দনিকতা। এতে আমি শক্তি খুঁজে পাই। এখন বিদ্রূপকারীরা চুপ হয়ে গেছে।’
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।