ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কারে যেন নিয়মিত হয়ে গেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে একাধিকবার প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। কাজের স্বীকৃতিস্বরূপ ঘরে তুলেছেন বলিউডের অত্যন্ত সম্মানিত ফিল্মফেয়ার পুরস্কার। শুধু তাই নয় সবাইকে টপকে ছিনিয়ে নিয়েছিলেন ব্ল্যাক লেডি।

গেলো বছরের মার্চ মাসে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য মনোনয়ন পেয়ে এগিয়ে ছিলেন জয়া আহসান। সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। পুরস্কার প্রাপ্তির পর থেকেই দুই বাংলার সকলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে, ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘বিনিসূতোয়’। অতনু ঘোষ পরিচালিত এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া। এতে জয়ার বিপরীতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী। তিনিও সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছেন।

 

 

কলমকথা/ বিথী