নন্দিত নির্মাতা প্রয়াত তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্রের অভিনেতা ফজলুল হককে দেখা যাবে এবার খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’-এ। ‘রানওয়ে’ চলচ্চিত্রের ‘রুহুল’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সাঁতাও চলচ্চিত্রে ‘ফজলু’ নামের চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন আইনুন পুতুল।
ছবির কাহিনী সম্পর্কে ফজলুল হক জানান, এতে কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠির সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত। তিনি বলেন, ছবিতে কৃষকদের প্রতিনিধিত্ব করেছি আমি। যা করতে গিয়ে আমাকে কোদাল চালানো,
ক্ষেতে ফসল কাঁটাও শিখতে হয়েছে। নৌকা বাইচে অংশ নেয়া থেকে শুরু করে বন্যার সময়ে ভ্রমণ করতে হয়েছে। পাশাপাশি রিকশা চালানোও শিখতে হয়েছে। চেষ্টা করেছি প্রান্তিক পর্যায়ে সংগ্রামী মানুষের জীবন ও পরিবেশ অনুভব করতে।‘সাঁতাও’-এর শুটিং হয়েছে রংপুর, লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে। গণ-অর্থায়নে নির্মিত ছবিটির মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।