বর্তমান সময়ে হাজারও তরুণের ক্রাশ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি গলায় জ্যান্ত সাপ পেঁচিয়ে একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। দেখে মনে হচ্ছে, রীতিমত তিনি যেন সাপ নিয়ে খেলছেন! এতে স্পর্শিয়ার মোটেও ভয় লাগেনি।

জানালেন, তিনি সাপকে মোটেও ভয় পাননা। শুধু সাপ কেন দুনিয়ার কোনো প্রাণীকে তিনি ভয় পান না স্পর্শিয়া। জানা গেছে, গত মাসে ‘আইজ্যাক লিটন’ নামের কমেডি ধাঁচের ওয়েভ সিরিজের শুটিং করেছেন স্পর্শিয়া। শুটিংয়ের জন্যই সাপ আনা হয়।

সেটাই নিজের গলায় পেঁচিয়ে নেন অভিনেত্রী। স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগেও আমি সাপ নিয়ে শুটিং করেছি। এর চেয়েও বড় বড় সাপ গলায় নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগে। তাছাড়া আমি সাপ ভয় পাই না। মানুষ ভয় পাই। মানুষের চেয়ে ক্ষতিকারক আর কিছু পৃথিবীতে নেই।’

 

 

কলমকথা/ বিথী