নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিবাহ বিচ্ছেদের পোস্ট মুছে দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। এরপরই ভক্তদের মনে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি ভুল ভেঙে আবার জোড়া লাগতে চলেছে নাগা চৈতন্য-সামন্থার সংসার! গত ২ অক্টোবর এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেদের বিবাহ বিচ্ছেদের ঘটনা জানান সামান্থা। একই পোস্ট করেন নাগা চৈতন্যও।
তাহলে চার মাসের মাথায় কেন মুছে দিলেন সেই পোস্ট? সেটি নিয়েই চলছে জোর গুঞ্জন। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নাগার একটি মন্তব্যে বিষয়টি আরও উস্কে দিয়েছে। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, পর্দায় কোন নায়িকার সাথে তাকে সবচেয়ে ভাল মানায়? বেশি শব্দ খরচ না করে নাগার উত্তর ‘সামান্থা’।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভক্তরা জল্পনা করছেন, তাহলে কি ভেঙেছে দুই তারকার অভিমানের বরফ! যদিও তারা দুইজন এ বিষয়ে কিছুই বলেন নি। তবে এক সূত্র জানায়, ইনস্টাগ্রাম থেকে অপ্রয়োজনীয় পোস্ট মুছে দিয়েছেন সামান্থা। এই পোস্টটিও তারই ধারাবাহিকতায় মোছা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।