এবার তেলেগু সিনেমায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। জানা যাচ্ছে, চিরঞ্জীবির আসন্ন ছবি ‘গডফাদার’ এর মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন সালমান।
মোহন রাজার মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক হলো গডফাদার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন চিরঞ্জীবি। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের ভাইজানকে। এই ছবির শুটিংয়ের জন্য মুম্বাই আসছেন চিরঞ্জীবি। তেলুগু সুপারস্টারের জন্য নিজের বিলাসবহুল বাগানবাড়িতে থাকার ব্যবস্থা করেছেন সালমান।
এ মাসেই সিনেমার শুটিং শুরু হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার টিজার শেয়ার করে সালমান লিখেছেন, আমরা সবাই যেন নিজের নিজের যত্ন নিই। টাইগার থ্রি আসছে ২০২৩ এর ঈদে। সবাই যেন দেখতে পারি। হিন্দি, তামিল ও তেলুগুতে ছবি মুক্তি পাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।