গত বছরের মার্চে সবাইকে হতবাক করে খুব অল্প বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ভারতের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুকলা। সিদ্ধার্থকে হারিয়ে শোকাহত হয়ে পরে পুরা বলিউড। এবার সে কাতারে শামিল হলেন বলিউডের ভাইজান সালমান খান।

স্বভাবে বেজায় রাগী সালমানের মাঝেও যে একজন নরম মানুষ বাস করে তা আরও একবার প্রমাণ হলো। সম্প্রতি টিভি রিয়্যালিটি শো বিগ বসের মঞ্চে অঝোরে কেঁদেছেন এই তারকা। ‘বিগ বস ১৫’-এর মঞ্চে শেহনাজ গিলকে ফিরতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। শো-টির চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন সানা। মঞ্চে সালমান খানকে দেখে তিনি বলে ওঠেন, ‘আপনাকে দেখে অনেক কিছু মনে পড়ে গেল।’ এরপর আর শেহনাজ কথা বলতে পারেননি।

‘বিগ বস ১৩’-তে শেহনাজের সঙ্গে পরিচয় হয়েছিল সিদ্ধার্থের। দুই প্রতিযোগীর মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতার সাক্ষী ছিলেন সালমান খান নিজেও। পরবর্তীতে সেই ঘনিষ্ঠতাই গড়ায় প্রেমে।

তাই সিদ্ধার্থের মৃত্যুর পর ‘বিগ বস’-এর মঞ্চে ফিরে স্মৃতিকাঁতর হয়ে পড়েন সিদ্ধার্থের প্রেমিকা। শেহনাজকে সান্ত্বনা দিতে তাকে আলিঙ্গন করেন সালমান। শোক প্রকাশ করতে কোনো শব্দ খরচ করেননি তিনি। কিন্তু দুচোখ ছলছল করছিল তার। এরপর নিজেকে আটকানোর চেষ্টা না করে শেহনাজের সঙ্গে তিনিও কেঁদে ফেলেন।

 

কলমকথা/সাথী