মারা গেছেন টিভি অভিনেতা ও বিগ বসের প্রাক্তন বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর দ্রুত মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বাড়ি থেকে হাসপাতাল নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সিদ্ধার্থ। বাড়িতে তার মা এবং বোন রয়েছেন। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান সিদ্ধার্থ। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘বালিকা বধূ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে স্থায়ী জায়গা করে নেন। এতে শিবরাজ অলোক শেখর চরিত্র রূপায়ন করেন তিনি।
২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। একাধিক রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছিলেন। ‘বিগ বস ১৩’-এর বিজয়ী হন সিদ্ধার্থ। ইন্ডিয়ান গট ট্যালেন্টের মতো শো উপস্থাপনা করেছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।