ফের পারিশ্রমিক বাড়িয়েছেন বলিউড তারকা শহিদ কাপুর। করোনার কারণে অনেক ছবির বাজেট কমলেও নিজের পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়েছেন শহিদ।
খ্যাতিমান পরিচালক আলি আব্বাস জাফরের নির্দেশনায় ‘ব্লাডি ড্যাডি’ নামের এক সিনেমায় কাজ করছেন তিনি। বলিউড ভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায় কাজ করে শহিদ পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি। সিনেমায় বাবা চরিত্রে দেখা যাবে শহিদ কাপুরকে।
এদিকে, শহিদ কাপুরের ‘জার্সি’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে, সম্ভাব্য তারিখ ১৪ এপ্রিল। এই সিনেমার জন্য তিনি নিয়েছেন ৩১ কোটি রুপি পারিশ্রমিক।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।