দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ। তিনি এবার ১৫তম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার এই সিনেমার
বাজেট ৩৫০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকার বেশি। জানা গেছে, চলতি বছরের জুনের মধ্যে সিনেমাটির দ্বিতীয় লটের শুট শেষ হবে। বিগ বাজেট সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামাকে এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের সংক্রান্তিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এস শঙ্করের পরিচালনায় তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় রামচরণের সিনেমাটি মুক্তি দেয়া হবে। যৌথভাবে প্রযোজনা করবে শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন ও প্যান ইন্ডিয়া ফিল্মস। রাম চরণ ও শঙ্কর জুটির এই সিনেমা ২০২৩ সালের সবচেয়ে আলোচিত সিনেমার একটি হবে বলে আশা করা হচ্ছে।
কলমকথা/বিসুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।