এবার ছয়জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। এই অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে মেহজাবীনসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার।
আর এ অর্জনকে এই বছরের শেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরকটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। পোস্ট করা ছবিতে দেখা গেছে, সরকারিভাবে প্রদান করা ক্রেস্ট-এর ছবি ধরে রয়েছেন।
সেরা করদাতার কারণেই মেহজাবীনের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়েছে সরকারিভাবেই। ছবিতেও দেখা গেল এই স্বীকৃতি পেয়ে বেশ খুশি অভিনেত্রী।
গেল ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গেজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করেছে।
অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পান মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, গায়ক ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।