এই মুহূর্তে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে মালদ্বীপে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। স্বামীকে নিয়ে মালদ্বীপে মধুচন্দ্রিমা দারুণ কাটছে মিমের। বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপে তাদের হানিমুনের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের নীল জলরাশিতে হাস্যোজ্জ্বল মিম। এসময় তার স্বামী সনি পোদ্দারের কিছু হাস্যোজ্জ্বল ছবিও দেখা যাচ্ছে মিমের ফেসবুক পোস্টে। সঙ্গে রয়েছে খাবারের কিছু ছবি। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে কাটছে তাদের হানিমুন।

মালদ্বীপের রাজধানী মালে থেকে একটু দূরে সিপ্লেনে করে নীলজলে ঘেরা একটি সবুজ দ্বীপ রিসোর্টে উঠেছেন মিমরা। সেখানেই কিছুদিন থাকবেন তারা। উল্লেখ, বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যাবার পরিকল্পনা করেছিলেন এই দম্পতি, কিন্তু স্বামীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তা বাতিল করেছিলেন মিম।

 

কলমকথা/সাথী