টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। খোলামেলা পোশাক কিংবা ব্যক্তি জীবন নিয়ে বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। এবার হলুদ বিকিনিতে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী নুসরাত জাহান। বুধবার (২৩ ফেব্রুয়ারি) হলুদ বিকিনিতে নুসরাত বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

হলুদ টু-পিসে ওপরে স্টাইলিশ নেটের শ্রাগ রয়েছে নুসরাতের পরনে। লাল লিপস্টিক, ওভার সাইজ ফ্রেমের সানগ্লাস তাকে আরও লাস্যময়ী করে তুলেছে। তবে এই বিকিনি ফটো সেই সময়ে তুলে রেখেছিলেন যত্নে। আজ মাস দুয়েক পর গোয়ায় তোলা তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ক্যাপশনে নুসরত লিখেছেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’। প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স মাত্র সাত মাস। তবে নুসরাত রয়েছেন আগের মতোই। তার চাবুকের মতো ফিগার এখনও ধরে রেখেছেন তিনি।

 

কলমকথা/সাথী