নব দম্পতির ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর প্রথম হোলি উৎসব। প্রথম বলেই তাদের দিকে সকলেরই নজর আটকে ছিল। ঠিক কীভাবে নতুন বউয়ের সঙ্গে হোলি সেলিব্রেশন করবেন ভিকি কৌশল, তা জানার জন্য সকলেই মরিয়া ছিলেন।

সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে হয়েছে। সেখানে দেখা যায়, ভিকি-ক্যাটরিনার মুখে লেগে আছে হোলির রং। ক্যাটরিনাকে জড়িয়ে ধরে আছেন ভিকির মা বিনা কৌশল।

তাদের পাশে দাঁড়িয়ে আছেন ভিকির বাবা শ্যাম ও ভাই সানি। তাদের সবার পরনে সাদা রঙের পোশাক। ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, ‘শুভ হোলি।’ ক্যাটরিনার পোস্ট করা এই ছবির কমেন্ট বক্সে রাঙা নববধূকে দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। এছাড়া তারকাদের মধ্যে রাশি খান্না, শ্বেতা বচ্চন, অমিত কৌরসহ অনেকে মন্তব্য করেছেন সেখানে।