দক্ষিণ ভারতীয় সুপারস্টার পবন কল্যাণে নতুন সিনেমা ‘ভীমলা নায়ক’ মাত্র ৩ দিনেই আয় করে নিয়েছে ১০০ কোটি রুপি। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সিনেমাটি তেলেগু রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে। প্রথম দিনেই এটি ২৫ কোটি রুপি আয় করে নেয়।
আর সিনেমাটি ৩ দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ১০৮ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৩ কোটি। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘ভীমলা নায়ক’ বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছে। এরমধ্যে উত্তর আমেরিকা থেকে ১৫ কোটি, নিউজিল্যান্ড থেকে ১২ লাখ, অস্ট্রেলিয়া থেকে ১ দশমিক ৫৮ কোটি, ইংল্যান্ড থেকে ১ দশমিক ৪৮ কোটি রুপি ঘরে তুলতে পেরেছে পবনের সিনেমাটি।
মুক্তির প্রথম দিন দর্শক দারুণ সাড়া দিলে সিনেমাটিকে ব্লকবাস্টার ঘোষণা করে প্রযোজক। এরপর অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে আয়োজন করে সাকসেস পার্টির। এটি মালায়লাম সুপারহিট সিনেমা ‘আয়াপ্পানুম কোশিয়ুম’র রিমেক। পবন ছাড়াও ‘ভীমলা নায়ক’-এ আরো অভিনয় করেছেন রানা দাগুবাতি, নিথ্যা মেনেন ও সম্যুক্ত মেনন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।