এতো দিন অযত্নে থাকা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনের (বিএফডিসি) ঝর্ণা স্পটের বর্তমানে চিত্র পাল্টে গেছে। ঘষেমেজে পরিষ্কার, থরে থরে সাদা-লাল শাপলা ফুলে সাজানো হয়েছে। কৃত্রিম ঘাস লাগানোর পাশাপাশি গাছগুলোতে রং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এমন পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ায়রি) রাতে সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার একটি গানের শুটে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

বিখ্যাত ‘পাগল মন’ গান নতুন করে রিমেক করা হয়েছে। গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। সেট বানিয়েছেন ফরিদ হোসেন।

এমন আয়োজন প্রসঙ্গে সিনেমাটির নায়ক জয় চৌধুরী বলেন ‘আগে ঈশ্বরদীতে কিছু অংশের শুট হয়েছে। শুক্রবার রাতে গানের ৬০ সেকেন্ডের দৃশ্য ধারণ হয়েছে। এ জন্য প্রায় তিন লাখ টাকা খরচ করে সেট নির্মাণ করা হয়েছে।’

 

কলমকথা/সাথী