কিংবদন্তি সংগীতকার ও কবি বব ডিলান। যিনি নোবেল, অস্কার ও গ্র্যামির মতো পুরস্কার পেয়েছেন। ৮০ বছর বয়সে এসে নন্দিত এই তারকা বিক্রি করে দিলেন তার লেখা গান ও রেকর্ডিং। গত বছরের ডিসেম্বরে বব ডিলানের গীতিকবিতার স্বত্ত্ব বিক্রির খবরটি জানা যায়।
ইউনিভার্সাল মিউজিক সেটা কিনেছিল ৩০ কোটি ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি। এবার জানা গেল, নিজের সৃষ্ট গানগুলোর রেকর্ডিং স্বত্বও বিক্রি করে দিয়েছেন বব ডিলান। সনির কলম্বিয়া রেকর্ডস কিনে নিয়েছে তার সবগুলো গান। এর জন্য প্রতিষ্ঠানটিকে দিতে হয়েছে মোটা অংকের অর্থ। যদিও ডিলান ও সনি কারো পক্ষ থেকেই টাকার অংক প্রকাশ করা হয়নি।
তবে সংগীত বিষয়ক ম্যাগাজিন ‘বিলবোর্ড’ দাবি করেছে, ২০ কোটি ডলারে বব ডিলানের গানের রেকর্ডিং স্বত্ব কিনেছে সনি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭১৭ কোটি টাকারও বেশি। এর ফলে কেবল গানের স্বত্ব বিক্রি করেই বব ডিলান পেয়েছেন ৪ হাজার ২০০ কোটি টাকার অধিক অর্থ।
কলমকথা/ সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।