করোনা মহামারীর কারণে ধাক্কা খেয়েছে চলচ্চিত্র শিল্প। করোনার সংক্রমণ কমে আসলেও এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি এ শিল্প। তবে এমন সংকটকালেও সম্ভাবনা জাগিয়েছে কিছু ছবি। গুগল প্রকাশিত তালিকা অনুযায়ী, এ বছর ভারতীয়রা যে ১০টি ছবি বেশি সার্চ করেছেন:
এ বছর ভারতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান— শিবা’। বক্স অফিসেও আলিয়া ভাট ও রণবীর কাপুর জুটির এই ছবি ভাল ব্যবসা করেছে। দুই নম্বরে সুপারহিট দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’। তৃতীয় স্থানে আছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইল্স’।
গুগল সার্চের তালিকায় চতুর্থ ‘আরআরআর’। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে। তালিকায় পাঁচ নম্বরে ‘কান্তারা’। কন্নড় এই ছবি মুক্তির সময় খুব বেশি প্রচার না পেলেও, যত সময় এগিয়েছে, তত তা জায়গা করে নিয়েছে দর্শকের মনে। এর পর গুগলের তালিকায় রয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি।
সাত নম্বরে স্থান পেয়েছে ‘বিক্রম’। তামিল চলচ্চিত্র জগতে ২০২২ সালের অন্যতম জনপ্রিয় কমল হাসান, বিজয় সেতুপতী অভিনীত এই ছবি।
সূত্র : আনন্দবাজার
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।