বলিউডের কিংবদন্তি পরিচালক মহেশ ভাটের মেয়ে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় বহুল প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। তবে এবার হলিউডের খাতায় নাম লেখাতে চলেছেন তিনি।
এরইমধ্যে মার্কিন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এন্ডেভার এর সঙ্গে চুক্তিপত্রে সই করেছেন আলিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হলিউড সিনেমার নাম ঘোষণা করবেন আলিয়া।
বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েছেন আলিয়া তার মধ্যে কয়েকটি পছন্দও হয়েছে তার। আর তাই সব মিলিয়ে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আলিয়ার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, হলিউডে জেনিফার লরেন্সকে খুব পছন্দ আলিয়ার।
এজন্য সিনেমায় জেনিফার লরেন্স যে ধরণের অভিনয় করেন তেমন কিছু চাইছেন অভিনেত্রী।বেশ কিছুদিন ধরেই হলিউডে পাড়ি দেওয়ার পরিকল্পনায় ছিলেন আলিয়া। বলিউড থেকে হলিউডে এর আগে নাম লিখিয়েছিলেন দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।