সম্প্রতি ‘জার্সি’ ছবির ট্রেলার রিলিজ অনুষ্ঠানে বলিউড অভিনেতা শহীদ কাপুর জানান, ২০১৯ সালে মুক্তি পাওয়া কবীর সিং-এর অভাবনীয় সাফল্যের পর ভিখারির মতো নামি দামি পরিচালক, প্রযোজকদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি।
যাদের পরিচালিত, প্রযোজিত ছবি ইতিমধ্যেই বক্স অফিস থেকে ২০০, ২৫০ কোটি রুপি তুলে নিয়েছে তাদের কাছেই কাজের জন্য গিয়েছিলেন শহীদ। এর কারণ প্রসঙ্গে শহীদ বলেন, ‘কবীর সিং ‘-এর আগে আমার আর কোনও ছবি বক্স অফিস থেকে ২০০ কোটি আয় করেনি। ব্যাপারটা সম্পূর্ণ আমার কাছে নতুন ছিল।
তাই বুঝে উঠতে পারছিলাম না কী করা উচিত আমার। এক সাক্ষাৎকারে নতুন ছবি ‘জার্সি’ প্রসঙ্গে শহীদ জানান, এই ছবির প্রস্তাব তিনি প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ‘জার্সি’-র অরিজিনাল ভার্সনটি দেখতে দেখতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে কেঁদে বুক ভাসিয়েছিলেন তিনি।
তারপরেই ঠিক করেন ‘জার্সি’-র রিমেকে কাজ করবেন তিনি। শহীদের ভাষায়, আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত সেরা ছবি হতে চলেছে জার্সি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।