এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা এখন পরিচালনায় ব্যস্ত। একটি সিনেমা নির্মাণ করছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন এ অভিনেত্রী। এসব বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* আবারও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। এর বিশেষ কোনো কারণ আছে?

** অবশ্যই ইতিবাচক একটি ভাবনা থেকেই নির্বাচনে অংশ নিয়েছি। আগেও নির্বাচিত হয়েছি। সংগঠনের হয়ে কিছু কাজও করেছি। এবারও এক ধরনের ভালোলাগা থেকেই নির্বাচন করছি। কারণ আগের যে কোনো সময়ের চেয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি এখন বেশি সক্রিয়। চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে কথা বলার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।

* জয়ী হলে কী কী করবেন বলে ভাবছেন?

** নির্বাচিত কমিটির কাছে আমার ভাবনাগুলো পেশ করব। এতে শিল্পীদের কাজের পরিবেশ, সহায়তা ফান্ড সমৃদ্ধ করাসহ অন্যান্য বিষয়ের উন্নয়নের পরামর্শও থাকবে আমার পক্ষ থেকে। তা ছাড়া অসহায় ও দুস্থ শিল্পীদের জন্য চলমান কর্মকাণ্ডগুলো যেন সচল থাকে সেদিকেও খেয়াল থাকবে।

* নির্বাচন নিয়ে এরই মধ্যে কাদা ছোড়াছুড়ি লক্ষ করা গেছে। এ নিয়ে আপনার বক্তব্য কী?

** প্যানেল দুটি হলেও আমরা এক পরিবারেরই সদস্য। তাই আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। বাইরে থেকে কেউ কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তবে তারা সফল হবেন না। কারণ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন সম্পন্ন হবে।

* প্রথমবার একটি সিনেমা পরিচালনা করছেন। এটির নির্মাণ কাজ কোন পর্যায়ে আছে?

** ‘ফিরে দেখা’ নামের এ সিনেমাটি নির্মাণ করছি সরকারি অনুদানে। এরই মধ্যে শুটিং শেষ। আবহ সংগীতের কাজ চলছে এখন। ইমন সাহা এ কাজটি করছেন এখন। চলতি সপ্তাহেই এ কাজ শেষ হবে। তারপর কিছু কারিগরি কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা আছে। চলতি বছরেই সুন্দর একটি সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

* সিনেমা পরিচালনা কি নিয়মিত করবেন?

** সে রকম ইচ্ছা তো আছেই। ‘ফিরে দেখা’ মুক্তি পাওয়ার পর পরবর্তী সিনেমাটির কাজ শুরু করব। তবে সবকিছু নির্ভর করছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর।

কলমকথা/রোজ