ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাস। বিশেষ করে ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর তার তারকা খ্যাতি ছড়িয়ে পড়ে নানা দেশে। অভিনয় তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও তার অনুসারীর সংখ্যা কম নয়। বিভিন্ন সময়ে প্রিয় তারকাকে কেন্দ্র করে ভক্তরা নানা কাণ্ড ঘটিয়ে থাকেন।
এবার আত্মহত্যার হুমকি দিলেন প্রভাসের এক ভক্ত।
জানা গেছে, প্রভাসের অন্ধ ভক্ত ছিলেন ওই যুবক। নায়কের সবগুলো সিনেমাই একাধিকবার দেখেছেন তিনি। প্রতি সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। কিন্তু ‘রাধে শ্যাম’ সিনেমার মুক্তি পেতে দেরি হওয়ায় সেটা সহ্য করতে পারলেন না।
প্রভাসের সেই ভক্ত তার মৃত্যুর জন্য ‘রাঁধে শ্যাম’-এর প্রযোজক সংস্থা ইউভি ক্রিয়েশনকে দায়ী করে লিখেছেন, “যেখানে আমি কোনদিন একটি চিঠি লিখিনি সেখানে আজ আমাকে সুইসাইড নোট লিখতে হবে এমনকি কখনও ভাবিনি। আশা করছি আমার এই সুইসাইড নোটটি দেখার পর ‘রাঁধে শ্যাম’ টিমের সদস্যরা কোন আপডেট জানাবে। আর কিছু বলতে চাই না।”
গত বছরের জানুয়ারিতে ‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী রাও প্রমুখ। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।