ছাত্রজীবনে স্কুলের বেতন দিতেও হিমশিম খেতে হতো, স্কুলের বেতন ৬ থেকে ১০টাকার মধ্যে হলেও সময় মতো টাকা দেয়া হতো না বলে জানিয়েছেন বলিউডের মেগাস্টার আমির খান। এখন ধন-সম্পদে ভারতের প্রথম সারির মধ্যে অবস্থান করলেও একসময় জীবনে নেমে এসেছিল দরিদ্রতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দুঃসময়ের কথা ভক্তদের কাছে খুলে বলেছেন ভারতীয় এই অভিনেতা। আমির বলেন, তখন তাদের পরিবারের খুব টানাটানি অবস্থা। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেতো। আমির জানান, তাদের স্কুলের ফি ছিল কিছুটা এরকম-ক্লাস সিক্সে ৬ টাকা, সেভেনে ৭ টাকা, ক্লাস এইটে ৮ টাকা। তা সত্ত্বেও আমির ও তার ভাইবোনরা সময়মতো বেতন দিতে পারতেন না।
এমনকি এই কারণে প্রিন্সিপালের কাছে অপমানও হতে হয়েছে তাকে। অ্যাসেম্বলিতে পুরো স্কুলের সামনেই প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করতেন। সেই স্মৃতি স্মরণ করতে গিয়ে কেঁদে ফেলেন আমির।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।