বলিউডের ‘ভাইজান’ খ্যাত তারকা অভিনেতা সালমান। তিনি চলতি বছরের শুরুতে এক প্রতীবেশীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার পানভেলের ফার্ম হাউজের প্রতিবেশি কেতন কক্করের নামে মামলাটি করেন।
জানা গেছে, সালমানের বিরুদ্ধে কেতন ইউটিউবে আপত্তিকর মন্তব্য করেনে। তারই প্রেক্ষিতে মামলা করেন বলিউড ভাইজান। ফের গত শুক্রবার (১২ আগস্ট) হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খানা। জানা যায়, তার পানভেল ফার্মহাউসের প্রতিবেশি কেতন কাক্কার অভিনেতাকে বিভিন্ন জঘন্য কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেন।
সালমান এখন কেতনের বিরুদ্ধে শুধু মানহানিকরই নয়, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্যও অভিযোগ এনে মামলা করেছেন। মুম্বাই হাইকোর্টে মানহানির অভিযোগটি করেছেন সালমান। সম্প্রতি মামলার শুনানি হয়েছে। সালমানের আইনজীবীর সঙ্গে কেতনের আইনজীবীর বেশ কিছুক্ষণ কথপোকথন হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর পরবর্তী শুনানি আগামী ২২ আগস্ট ধার্য করেছে আদালত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।