এক যুগ পর এক সঙ্গে হলেন ভারতের দক্ষণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় ও প্রকাশ রাজ। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অনেক দর্শকপ্রিয় সিনেমা যেমন উপহার দিয়েছেন, তেমনি একই সিনেমায় দেখা গেছে তাদের।
তারা সবশেষ তামিল ভাষায় ‘বিলু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছিল। এরপর এক যুগের বেশি সময় কেটে গেলেও আর কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ বিরতি ভেঙে ফের রুপালি পর্দায় এই দুজনকে দেখা যাবে। বিজয়কে নিয়ে পরিচালক বামসি পেইদিপাল্লী নির্মাণ করছেন ‘বারিসু’ সিনেমা।
সিনেমাটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এতে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ। বরাবরের মতো এ সিনেমায়ও খল চরিত্রে দেখা যাবে প্রকাশকে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রকাশ রাজ। এ সময় তিনি বলেন, ‘সিনেমার গল্প নিয়ে কিছু বলা যাবে না। তবে সিনেমাটির গল্প খুব মজার। দীর্ঘ ১২ বছর পর এ সিনেমায় বিজয়ের সঙ্গে কাজ করছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।