ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও সাফা কবির। একসঙ্গে বেশ কিছু নাটক-টেলিফিল্মে কাজ করেছেন। ২০২০ সালে সবশেষ ‘শো মেকার’ নাটকে দেখা যায় তাদের। দুই বছরের বিরতি ভেঙে ফের জুটি বাঁধলেন এই যুগল। শিহাব শাহীন পরিচালিত নাম ঠিক না হওয়া একটি ঈদুল আজহার নাটকে দেখা যাবে তাদের।
ঈদুল ফিতরের পর শুটিং থেকে বিরতি নিয়েছিলেন সাফা কবির। বিদেশে ছুটি কাটিয়ে কয়েক দিন আগে এই নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেন তিনি। বিরতির পর লাইট-ক্যামেরার সামনে দাঁড়িয়ে খানিকটা নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সাফা কবির বলেন—‘মাঝে ছুটি নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম। প্রায় ১৪ দিন ছুটি কাটিয়ে দেশে ফিরেই এই নাটকের শুটিংয়ে অংশ নেই। যার কারণে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, নার্ভাসও লাগছিল। একে তো শিহাব শাহীন ভাইয়ার কাজ; তিনি প্রপার শট ধরে কাজ করেন; তার উপর সহশিল্পী ছিলেন নিশো ভাইয়া। সবকিছু মিলিয়ে একটু নার্ভাস ছিলাম।’
রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকের চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন শিহাব শাহীন-মেজবাহ উদ্দিন সুমন। গত রোববার নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলে জানান সাফা কবির।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।