কিছুদিন আগেই বলি পাড়ায় আলিয়া ভাটের মা হওয়া নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আলিয়ার পর এবার মা হচ্ছেন আরেক অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সম্প্রতি ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশলকে একটি হাসপাতালের বাইরে দেখতে পাওয়ার পরই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই ব্যাপারে এখনও সত্যতা নিশ্চিত করেননি ভিকি-ক্যাট জুটি। তবে এবারই প্রথম নয়, এর আগেও মা হওয়ার গুঞ্জনে নাম জড়িয়েছিলেন চিকনি চামেলি খ্যাত এই অভিনেত্রী।

প্রতিবারের মতোই এবারও সম্ভবত খবরটি জল্পনাই রয়ে যাবে। কারণ নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছেন, এক ডেন্টিস্টকে দেখাতে হাসপাতালে গিয়েছিলেন ক্যাটরিনা। আসলে কয়েকদিন আগেই তার একটি আক্কেল দাঁত তুলতে হয়েছে। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেনও ক্যাটরিনা।