শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটির প্রিমিয়ার জ্যামাইকার মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার ‘কিং খান’ খ্যাত শাকিব খান।
আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, শামীম শাহেদসহ অনেকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা। এ সময় শাকিব খানের প্রসংশা করেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা আহমেদ শরীফ।
তিনি বলেন, ‘অনেক ধন্যবাদ অলিককে, অনেক ধন্যবাদ এই (গলুই) টিমকে। আর আমার অন্তরের অন্তঃস্থলে যে বসবাস করে, যে আমার ভালোবাসা, শাকিব আমার ভাইটা এত ভালো অভিনয় করেছে, যেখানে যেটা দরকার, সেখানে তার কাছ থেকে আমি সেইটুকু পেয়েছি।
আমার বুক ভরে গেছে। এই শাকিব ছাড়া বাংলাদেশের সিনেমা চলেনি, চলবে না- কোনোদিনই না। আবারও প্রমাণ হয়েছে ‘গলুই’ দিয়ে যে, শাকিবই বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের দর্শকদের হৃদয়। শাকিব ২০ বছর বাংলা চলচ্চিত্র ধরে রেখেছেন বলেও মন্তব্য করেন আহমেদ শরীফ।
‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরী। আগামী ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।