যৌতুকের কারণে বিতর্কের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সম্প্রতি ভারত সরকারের সড়ক নিরাপত্তার ওপর নির্মিত একটি বিজ্ঞাপনে দেখা গেছে এক কনের বাবাকে তার মেয়ের বিয়ের সময় ২টি এয়ারব্যাগওয়ালা গাড়িতে পাঠাতে বাধা দিচ্ছেন অক্ষয়।

কারণ সেটি নিরাপদ নয়। এখানে তিনি অধিক এয়ারব্যাগযুক্ত গাড়ি ব্যবহারের পরামর্শ দেন। নেটিজেনদের মধ্যে ঐ বিজ্ঞাপনের কনের বাবা মেয়েকে বিয়ের সময় গাড়ি দিয়েছেন এমন ইঙ্গিত দেয়া হয়েছে যা যৌতুকের শামিল। আর এভাবে যৌতুকের প্রচারের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেতা।

ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গাডকারি নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করে অক্ষয়ের বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচারের অভিযোগ এনেছেন। যৌতুক দেয়া-নেয়া দক্ষিণ এশিয়ায় শতাব্দী-প্রাচীন; যেখানে কনের বাবা-মা বরের পরিবারকে নগদ টাকা, গাড়ি, জামাকাপড় এবং গয়না উপহার দেন। এটি ভারতে একটি দণ্ডনীয় অপরাধ।