নিজের বরকেই কিডন্যাপ করেছেন আলিয়া! প্রকাশ্যে এল ‘ড্রালিংস’-এর ট্রেলার। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজকের দায়িত্বভার সামলাতে দেখা যাবে আলিয়াকে।

প্রথমবার প্রযোজকের ভূমিকায় আলিয়া ভাট। স্বভাবতই ‘ড্রালিংস’ নিয়ে দ্বিগুণ নার্ভাস রণবীর ঘরণী। নেটফ্লিক্সের এই ছবির ট্রেলার সোমবার প্রকাশ্যে এল। যা দেখে শিউরে উঠতে বাধ্য আপনি। আলিয়ার পাশাপাশি এই ছবিতে রয়েছেন শেফালি শাহ, বিজয় ভর্মা এবং রোশন ম্যাথু। ট্রেলারের শুরুতেই দেখা যায়, নিখোঁজ বরের সন্ধানে সটান পুলিশ স্টেশনে হাজির ‘বদ্রুন্নেসা’ আলিয়া। সে জানায় তার স্বামী হামজা (বিজয় ভর্মা) গত পরশু থেকে নিখোঁজ।

অথচ মায়ের (শেফালি শাহ) সঙ্গে হাত মিলিয়ে হামজাকে নিজের বাড়িতে কিডন্যাপ করে রেখেছে বদ্রুন্নেসা। আর এই কাণ্ড সম্পর্কে সবটা জানে জুলফি (রোশন ম্যাথু)। ঘরের মধ্যে হাত-পা বেঁধে হামজাকে ফেলে রেখেছে আলিয়া। তাঁর সাফ কথা, ‘আমি ওকে প্রাণে মেরে ফেলতে চাই না, তবে ও আমার সঙ্গে যা করেছে তার প্রতিশোধ তুলবই’। ট্রেলারের মাঝেমাঝে ভেসে উঠে ফ্ল্যাশব্যাক।

বোঝা যায়, বউকে ভালোবাসলেও মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালায় হামজা। এমনকী স্বামীর হাতে মার খেয়ে নিজের গর্ভস্থ সন্তানকে হারিয়ে ফেলেছে বদ্রুন্নেসা। তাই স্বামীকে উপযুক্ত শাস্তি দিতে এই পন্থা বেছে নিয়েছে সে।