মা হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি খবরটি ঘোষণার পর থেকেই ভারতীয় মিডিয়ায় এটি নিয়ে নানা চর্চা শুরু হয়েছে। আর কিছু খবরে বেশ বিরক্ত এই অভিনেত্রী।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নিউজ পোর্টলের খবর শেয়ার করেছেন আলিয়া। এতে লেখা রয়েছে— জুলাইয়ের মাঝামাঝিতে আলিয়া যুক্তরাজ্য থেকে মুম্বাইয়ে ফিরবেন। তাকে নিতে সেখানে যাবেন রণবীর কাপুর। আলিয়া কাজের পর একটু বিশ্রামে থাকতে চান।
সবকিছু সেভাবেই পরিকল্পনা করে রেখেছেন। তবে এ সবকিছু পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা বলে মনে করছেন আলিয়া। বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এখনো পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করছি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, কোনো কিছুই দেরিতে হচ্ছে না।
কেউ কাউকে নিতে যাচ্ছে না। আমি একজন নারী, কোনো পার্সেল নই। আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। জেনে ভালো লাগছে আপনাদের চিকিৎসার সনদও রয়েছে। এটা ২০২২।
দয়া করে এই রকম পুরোনো চিন্তাভাবনা কি আমরা বাদ দিতে পারি? মাফ করবেন যেতে হবে, আমার শট প্রস্তুত। দীর্ঘদিন প্রেমে করার পর চলতি বছর ১৪ এপ্রিল অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। এরপর গত সোমবার (২৭ জুন) অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।