অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ- এমন একটা ট্যাগ আছে চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের পিঠে। এবার সেটাই আরও একবার সামনে আনলেন এই আলোচিত প্রযোজক-নায়ক।
জানালেন শুধু অনন্ত-বর্ষা নয়, সোমবার (১৮ জুলাই) চলচ্চিত্রের ৭৪ জন শিল্পীকে নিয়ে একসঙ্গে দেখবেন তার নতুন ছবি ‘দিন দ্য ডে’। যদিও অনন্তর এমন ঘোষণার পর সমালোচকদের একটাই প্রশ্ন- এতো শিল্পী তিনি একসঙ্গে পাবেন কোথায়! অবশ্য সেই অসম্ভবকে বাস্তবে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।
অনন্ত জানান, ১৮ জুলাই যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন তারা। রোববার (১৭ জুলাই) অনন্ত এক ভিডিও বার্তায় বলেন, এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।
এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।