ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা নিজের চেয়ে ৩৬ বছরের ছোট রাশমিকা মান্দানার রূপের জাদুতে মুগ্ধ হয়েছেন। সম্প্রতি নিজের সঞ্চালনা করা ‘আনস্টপেবল উইথ এনবিকে’ অনুষ্ঠানে রাশমিকার প্রতি মুগ্ধতা স্বীকার করেন এই অভিনেতা।
অনুষ্ঠানটির প্রোমোতে দেখা যায়, নায়োকোচিত ভঙ্গিতে মঞ্চে পা রাখেন বালাকৃষ্ণা। কিছুক্ষণ পর মঞ্চে আসেন দুই তরুণ অতিথি। তাদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে বালাকৃষ্ণা জানান, এই সময়ের নায়িকাদের মধ্যে তার ক্রাশ রাশমিকা মান্দানা।
শুধু তাই নয়, ২৬ বছর বয়সী রাশমিকা বালাকৃষ্ণার রাতের ঘুম হারাম করেছেন বলেও জানান তিনি। তারপর থেকে নেটদুনিয়ায় চলছে আলোচনা। এ বয়সেও বালাকৃষ্ণার এনার্জি দেখে অনেকে তার প্রশংসা করছেন। অনেকে বালাকৃষ্ণাকে ‘টুপিখোলা সালাম’ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাশমিকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।