দক্ষিণ ভারত ও বলিউড পাড়ায় বেশ কয়েকটি সিনেমা করেও আলোচনার বাইরে থেকে যান রিয়া চক্রবর্তী। কিন্তু অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুকে ঘিরেয় হঠাৎ করেই আলোচনায় আসে তার নাম। পড়েছেন বিতর্ক ও আইনি জটিলতায়।
জানা গেছে, এবার আলোচিত এই নায়িকে ভারতীয় বাংলা সিনেমায় দেখা যাবে। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে তাকে নিয়ে কাজ করার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন টলিউডের প্রযোজক রানা সরকার। গতকাল শনিবার (২ জুলাই) ছিল রিয়ার জন্মদিন। এই বিশেষ দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে, টুইট করে রানা লেখেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রানা বলেন, আমার পরবর্তী সিনেমায় রিয়াকে নিয়ে কাজ করতে চাই। তার সঙ্গে যোগাযোগ করেছি। তবে রিয়ার সঙ্গে এখনও সরাসরি কথা হয়নি। উনি এই বিষয়ে চিন্তা করবেন বলে জানানো হয়েছে। তার সিদ্ধান্ত জানা গেলেই কাজ এগিয়ে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।