বর্তমান সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষেই রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। ভারতের জাতীয় ক্রাশে পরিণত হওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সম্পর্কে কথা বলেছেন।
এই বিষয়ে তিনি বলেন, ‘প্রথমেই আমার অভিনয় জীবনের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র কথা বলবো। এরপর ‘গীতা গোবিন্দম’ আমাকে একজন পারফরমার হিসেবে সবার নজরে নিয়ে আসে।
সবশেষে পুষ্পাতে অভিনয় করে একজন অভিনেতা হিসেবে ভারতজুড়ে পরিচিতি পাই।’ রাশমিকা আরও বলেন, ‘আমি কখনোই অভিনেতা ছিলাম না। এখনও নিজেকে খুঁজে ফিরি।
পাবলিক ফিগার ধারণা এখনও আমার কাছে নতুন।’ উল্লেখ্য, তেলেগু ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাতে অভিনয় করে ভারতজুড়ে খ্যাতি পান রাশমিকা। এই সিনেমার ‘সামি সামি’ গানে তার নাচ ও শারীরিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সবাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।