বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার অভিনীত ‘আশিক বানায়া আপনে’ সিনেমাটি বেশ জনপ্রিয়তা অর্জন করার পর পর্দায় খুব একটা দেখা যায়নি তাকে।
বিরতি ভেঙে এবার পর্দায় ফিরছেন তনুশ্রী। তেমনটিই আভাস দিলেন তিনি। প্রস্তুতি পর্বে এরই মধ্য ১৭ কেজি বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন। সদ্য পোস্ট করা একাধিক ছবিতে তাকে আগের মতোই ছিপছিপে দেখাচ্ছে।
হঠাৎ তার পরিবর্তন দেখে আশায় বুক বাঁধছেন ভক্তরাও। তবে কি সত্যি সত্যিই আবার পর্দায় দেখা যাবে ‘আশিক বানায়া আপনে’র নায়িকাকে! যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা শেষে ওখানকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ আসে তার। পেয়ে যান সেখানকার গ্রিন কার্ডও। তবু শেষমেশ মন টিকল না।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তনুশ্রী লিখেছেন, ‘আমি বরাবরই নিয়মানুবর্তী, গোছানো মানুষ। মার্কিন প্রতিরক্ষা বিভাগে চাকরির প্রস্তাব আমার কাছে খুবই আনন্দের, চাকরিটাও নিরাপদ। কিন্তু ওই চাকরিতে ঢুকলে আগামী ৩ বছর দেশে ফিরতে পারতাম না। তা ছাড়া ভেবে দেখলাম, অভিনয়ের সাধটা এখনো শেষ হয়ে যায়নি আমার।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।